Last Updated: August 22, 2012 10:08

ফের প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তা। রহস্যজনক ভাবে এক বৃদ্ধাকে খুন করে সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। পাইকপাড়া অঞ্চলে গতকাল রাতে ডাকাতির ঘটনাটি ঘটেছে।
ফুলরেণু চৌধুরী নামে অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে গতকাল রাতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির পিছনের দিকের জানালার গ্রিল কেটে ঢোকে তারা। আজ সকালে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বৃদ্ধার দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ক্রিকেটের স্ট্যাম্প। ওই বাড়ি থেকে একজোড়া চটিও উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, দুষ্কৃতীরা সংখ্যায় দুজনের বেশি ছিল না। নিহত ফুলরেণু চৌধুরী পাইকপাড়ায় দাদার বাড়িতে ৬ বছর ধরে একাই থাকতেন।
চিতপুর থানার পুলিসকে যেটা ভাবাচ্ছে, তা হল খুনের ধরণ। কারণ বৃদ্ধার গা থেকে গয়না লুঠ হলেও, কোনও আলমারি ভাঙার চেষ্টা করেনি দুষ্কৃতীরা। তদন্তে স্নিফারডগকে কাজে লাগায় পুলিস। ঘটনাস্থলে গিয়েছিলেন জয়েন্ট সিপি ক্রাইম পল্লবকান্তি ঘোষ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে চিত্পুর থানার পুলিস।
First Published: Wednesday, August 22, 2012, 10:08