শব্দবাজির প্রতিবাদ, মৃত্যু এক বৃদ্ধের, Old man dies for protesting loud crackers

শব্দবাজির প্রতিবাদ, মৃত্যু এক বৃদ্ধের

শব্দবাজির প্রতিবাদ, মৃত্যু এক বৃদ্ধেরশব্দবাজির প্রতিবাদ জানাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন রবীন্দ্রগনরের বাসিন্দা পীযূষকান্তি সরকার। কিন্তু, নিষেধ শোনা তো দুর অস্ত। অভিযোগ, এরপর আরও বাড়িয়ে দেওয়া হয় শব্দবাজি ফাটানো। এরপরই অতিষ্ঠ হয়ে প্রতিবেশীকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ জানাতে যান পীযূষবাবু। অভিযোগ, থানাও তাদের বক্তব্যে  তেমনভাবে গুরুত্ব দেয়নি। থানা থেকে ফেরার পথেই হৃদরোগে আক্রান্ত হন পীযূষবাবু। রাতেই মৃত্যু হয় তাঁর। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তাঁর পরিবারের লোকজন।

First Published: Friday, October 28, 2011, 23:14


comments powered by Disqus