Last Updated: July 27, 2012 11:19

লন্ডন অলিম্পিকে সাড়ে ১০ হাজার প্রতিযোগীকে লড়াই করতে হবে মাত্র ৯০৬ টি পদকের জন্য। ক্রীড়াবিদদের এই মহামূল্যবান পদকগুলি রয়েছে লন্ডন টাওয়ারে। যেই টাওয়ার ঘিরে রয়েছে দারুন একটি গল্প।
২৬ টি খেলা। ৩০২ টি ইভেন্ট। অর্থাত্ মোট পদক সংখ্য নশো ছয়টি। ক্রীড়াবিদদের কাছে এই মহামূল্যবান পদকগুলি রাখাও রয়েছে অত্যন্ত গোপন জায়গায়। টাওয়ার অব লন্ডন বা হারম্যাজেস্টিস রয়্যাল প্যালেস অ্যান্ড ফর্ট্রেস নামে খ্যাত এই লন্ডন টাওয়ার। টেমস নদীর উত্তর তীরে অবস্থিত এই টাওয়ার অফ লন্ডন অনেকটাই জায়গা জুড়ে রয়েছে ব্রিটেনের ইতিহাসে।১০৬৮ সালে প্রথম স্থাপন হয় এই ঐতিহাসিক দুর্গ। একসময় এই টাওয়ার অফ লন্ডন ব্যবহৃত হত জেলখানা হিসেবে। এখানে বন্দি ছিলেন নাত্সি অন্যতম নেতা রুডলফ হেস থেকে শুরু করে এলিজাবেথ ওয়ান সহ অনেকেই। কথিত আছে, এই টাওয়ার অফ লন্ডনে নাকি ঘুরে বেড়ায় অশরীরী আত্মারা। রয়েছে ভূতের গল্পও।
এখানেই এখন বন্দি হয়ে রয়েছে লন্ডন অলিম্পিকের পদকগুলি। মজা করে সবাই বলছেন, এখন ভূতেরাই নিরাপত্তা দিচ্ছেন অলিম্পিকের গর্বের ৯০৬ টি পদক।
First Published: Friday, July 27, 2012, 11:19