Last Updated: June 22, 2013 19:04

বিমানে বোম রাখা রয়েছে। ককপিটে খবরটা পেয়েই মুম্বুই বিমানবন্দরে জরুরী অবতরণ ওমান বিমান সংস্থা বিমানের। সতর্ক করে দেওয়া হয়েছে বিমানবন্দর নিরাপত্তারক্ষীদেরও।
মাসকট থেকে কুরলা যাওয়ার বিমানে শনিবার দুপুরে বোমাতঙ্ক খবর মেলে। বিমানটিতে ১৯০ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদে বাইরে আনা হয়েছে। খবর যায় বোম্ব স্কোয়াডে। বিমানটিকে বিমানবন্দরের সীমানায় নিয়ে গিয়ে পরীক্ষা করা হচ্ছে।
First Published: Saturday, June 22, 2013, 19:04