পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ওমর আবদুল্লা

পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ওমর আবদুল্লা

পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ওমর আবদুল্লাপাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর দাবি, আলোচনার পাশাপাশি হামলা বন্ধে অন্য পথ নিয়েও ভাবনা চিন্তা করুক কেন্দ্র। সোমবারও অন্তত দশটি ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্সরা।

একের পর এক অস্ত্রসংবরণ লঙ্ঘন আর কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েই যাচ্ছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের অধিবেশনের ফাঁকে পাক প্রধানমন্ত্রীকে মনমোহন সিং কড়া বার্তা দিলেও সেই পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। বরং অস্ত্রবিরতি লঙ্ঘন ক্রমে বেড়েই চলেছে। সমাধান হিসেবে এবারে তাই কেন্দ্রের কাছে কড়া পদক্ষেপের দাবি জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, লাগাতার অস্ত্রসংবরণ লঙ্ঘন সত্বেও হাত গুটিয়ে বসে থাকতে পারে না ভারত। এবারে তাই অন্য পথে সমস্যা সমাধানের চেষ্টার দাবি তোলেন ওমর আব্দুল্লা।

পাকিস্তানের তরফে অস্ত্রসংবরণ লঙ্ঘন কিন্তু থামছে না। সোমবারও ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্সরা। আন্তর্জাতিক সীমান্তে হামলা চলে সাম্বা জেলার আরএস পুরা, রামগড়, কানাচক, আরনিয়া সেক্টরে। হামলায় আহত হন দুই ভারতীয় জওয়ান।
 
নিয়ন্ত্রণ রেখায় লাগাতার অস্ত্রসংবরণ লঙ্ঘনের মাঝেই কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি খুঁচিয়ে তুলেছে পাকিস্তান। যে সম্ভাবনার কথা আগেই খারিজ করে দেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। সোমবার ভারতের সেই অবস্থানের কথা আরও একবার স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। জানিয়ে দেন, দ্বিপাক্ষিক ইস্যুতে  তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করার কোনও প্রশ্নই নেই।
 
 

First Published: Monday, October 21, 2013, 18:08


comments powered by Disqus