Last Updated: March 20, 2014 23:17

এখনও প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। তবে বালুরঘাট কেন্দ্রে আগাম প্রচার শুরু করে দিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। বালুরঘাট ছাড়া অন্য কোনও কেন্দ্র থেকে তিনি ভোটে লড়বেন না। একথা দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন কংগ্রেসের এই নেতা। রাজনৈতিক মহলে প্রশ্ন, দলের ওপর চাপ বাড়াতেই কি তড়িঘড়ি প্রচারে নেমে পড়লেন তিনি?প্রার্থী কে হবেন তাই এখনও ঠিক হয়নি। কিন্তু দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শুরু হয়ে গেল কংগ্রেসের প্রচার।
প্রার্থীপদ নিয়ে একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ও জেলায় ছায়াসঙ্গী, কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি নীলাঞ্জন রায়ের সঙ্গে কার্যত অঘোষিত যুদ্ধ শুরু হয়েছে ওমপ্রকাশ মিশ্রের। প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে নীলাঞ্জন রায়ের নাম। তাই কি সময় নষ্ট করতে নারাজ ওমপ্রকাশ মিশ্র?
কংগ্রেস নেতার দাবি, অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল তাঁর নাম। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।
বৃহস্পতিবার জেলার কংগ্রেস ভবনমুখো হননি ওমপ্রকাশ মিশ্র। স্থানীয় এক নেতার বাড়িতে কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি।
নাম ঘোষণার আগেই এই তত্পরতা নিয়ে মুখ খুলতে নারাজ প্রার্থী হওয়ার দৌড়ে ওমপ্রকাশ মিশ্রের মূল প্রতিদ্বন্দ্বী নীলাঞ্জন রায়। তাঁর বক্তব্য, এনিয়ে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড।
প্রার্থী ঘোষণার আগেই দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় রীতিমতো অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
First Published: Thursday, March 20, 2014, 23:17