Last Updated: September 23, 2013 18:00

শ্রীনগরে ফের জঙ্গি হানা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক সিআইএসএফ জওয়ানের। আহত হয়েছেন এক জওয়ান। আজ সকাল ১০.৩৫ নাগাদ শ্রীনগরে কেন্দ্র ইকবাল পার্কে ঘটনাটি ঘটে। ঘটনার সময় ওই দুজন সিআইএসএফ জওয়ান ইকবাল পার্কে বাজার করছিলেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে দুজন জঙ্গি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে গুলি চালায়। ওই সময় জওয়ানদের সঙ্গে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক জওয়ানের। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিস। শুরু হয় তল্লাশি।
First Published: Monday, September 23, 2013, 18:01