Last Updated: November 21, 2013 13:29

এটিএমে হামলাকারী দুষ্কৃতীকে পুলিসের হাতে তুলে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করলেন বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার বি কে সিং। এ দিন অন্ধ্রপ্রদেশ থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিস। মনে করা হচ্ছে ঘটনার পরই সন্দেহভাজন অন্ধ্রপ্রদেশে পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছিল বলে ধারনা পুলিসের। মোবাইল নম্বর দিয়েই পুলিস সন্দেহভাজনের নাগাল পেয়েছে বলে জানা যাচ্ছে।
গুরুতর জখম ৪৪ বছরের ব্যাঙ্ক ম্যানেজার জ্যোতি উপাধ্যায় বেঙ্গেলুরুর বিজিএস হাসপাতেল চিকিত্সাধীন। তাঁরা মাথা ও মুখে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। আংশিক প্যারালিসিসে আক্রান্ত হয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে অন্তত ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিত্সকরা।
সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে জ্যোতি এটিএম কিয়স্কে ঢোকার কিছুক্ষণের মধ্যেই কিয়স্কে ঢোকে দুষ্কৃতী। ঢুকেই শাটার ফেলে দিয়ে জ্যোতির ওপর চড়াও হয় সে। জ্যোতি বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতী। এরপরই জ্যোতি জ্ঞান হারালে তাঁর তোলা ২৫০০ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর জ্যোতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৯৭ ধারায় ডাকাতি ও খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিস।
First Published: Thursday, November 21, 2013, 16:00