Last Updated: September 14, 2012 13:17

আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতায়। মৃতের নাম ঋতুপর্ণা বিশ্বাস। তিনি গল্ফগ্রিনের বাসিন্দা। শুক্রবার সকালে যোধপুর পার্ক নার্সিংহোমে মৃত্যু হয়েছে ঋতুপর্মা বিশ্বাসের। বৃহস্পতিবারই নার্সিংহোমে ভর্তি হন তিনি। এই নিয়ে কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১। রাজ্যে ৪৩।
বুধবার দক্ষিণ কলকাতার নার্সিংহোমে মৃত্যু হয় কসবার বাসিন্দা অরুণ মণ্ডলের। গত কয়েকদিন নার্সিংহোমে ভর্তি ছিলেন। এই নিয়ে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৯ জনের। রাজ্যে মৃতের সংখ্যা ৪১। সোমবার ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু হয় কলকাতায়। মিন্টোপার্ক এলাকার একটি নার্সিংহোমে সোমবার সকাল মৃত্যু হয়েছে বাগুইআটির বাসিন্দা, ৫৫ বছরের নিখিল রায়ের। হেমারেজিক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে লেকটাউনের এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে উল্টোডাঙার বাসিন্দা, ৭৫ বছরের সুনীল কুমার দাসের। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তি গত ১০ দিন ধরে নার্সিংহোমটিতে চিকিত্সাধীন ছিলেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে, আরজি কর হাসপাতালে মৃত্যু হয়েছে উল্টোডাঙার বাসিন্দা রোহিত কর নামে ১৪ বছরের এক কিশোরের। এর আগে, খোদ মেয়রের ওয়ার্ডে রবিবার ডেঙ্গিতে মৃত্যু হয় একজনের। মৃত অসীম বিশ্বাস বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সোদপুরের বাসিন্দা ফুটবলার রঞ্জিত হালদারেরও।
First Published: Friday, September 14, 2012, 13:20