Last Updated: March 5, 2013 23:23

আই অ্যাম ছবির জন্য জাতীয় পুরস্কার জেতার পর এবার প্রথম বাংলা ছবি পরিচালনা করবেন ওনির। এরমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছেন ওনির।
কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বাংলা ছবি তৈরির ইচ্ছা ছিল ওনিরের। তাঁর মায়েরও ইচ্ছা ছিল বাংলায় ছবি বানান ওনির। জানালেন, "আমার পরিবার সবসময়ই চাইত আমি বাংলায় ছবি পরিচালনা করি। বিশেষ করে আমার মায়ের ভীষণ ইচ্ছা ছিল। আমার বাংলা ছবি করার সিদ্ধান্তে মা সত্যিই খুব খুশি। আমি মনে করি এটাই আমার বাংলায় ছবি পরিচালনার সের সময়।" চিত্রনাট্য লেখার কাজ শেষ করে আপাতত প্রযোজক খুঁজছেন ওনির।
নিজের ছবি পরিচালনা ছাড়াও বিকাশ রঞ্জন মিশ্রর ছবি চৌরঙ্গ প্রযোজনা করছেন ওনির। এপ্রিলেই পুরুলিয়ায় শুরু হবে শুটিং। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় আসছেন ওনির।
First Published: Tuesday, March 5, 2013, 23:23