Last Updated: May 29, 2014 09:41

রাজ্যের কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া বাতিল হতে চলেছে। উপযুক্ত পরিকাঠামো না থাকাতেই এই প্রক্রিয়া চালু করা যাচ্ছে না। দাবি শিক্ষা দফতরের। যদিও অনেকেই মনে করছেন এই পদ্ধতি চালু হলে শাসকদলের দাদাগিরির জায়গা কমে যেত। শুধু তাই নয় মোটা টাকার বিনিময়ে কলেজের সিট বিক্রিও বন্ধ হয়ে যেত। সেজন্যই এই সিদ্ধান্ত বলে অভিযোগ। রাজ্যের কলেজগুলিতে অ্যাডমিশনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিদায়লগ্নে জানিয়ে গিয়েছিলেন এই শিক্ষাবর্ষ থেকে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনেই।
কলেজে ভর্তি নিয়ে ছাত্র সংগঠনগুলির দাদাগিরি, নেতা-মন্ত্রীর প্রভাব খাটানো, মোটা টাকায় কলেজের আসন বিক্রির অভিযোগ বহুদিনের। ভর্তি নিয়ে এই অশান্তি বন্ধ করতেই সরকারি সিদ্ধান্ত ছিল, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হবে। অর্থাত্ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আওতায় যে-কটি কলেজ রয়েছে তারা সবাই অনলাইনে অ্যপ্লিকেশন চাইবে। বিশ্ববিদ্যালয় সেইসব আবেদন ঝাড়াই-বাছাই করে তালিকা তৈরি করবে। তার ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। এনিয়ে সরকারি স্তরে চূড়ান্ত মিটিং হয়ে যাওয়ার পরেই বাদ সাধে তৃণমূল ছাত্র পরিষদ। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হলে ছাত্রছাত্রীদের উপর খরচের বাড়তি বোঝা চাপবে বলে দাবি করে টিএমসিপি। কিন্তু সত্যিই কি তাই? শিক্ষামহলের একাংশ মনে করছেন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হলে শাসকদলের দাদাগিরির সুযোগ একেবারে চলে যেত। বন্ধ হয়ে যেত কলেজের আসন বিক্রি করে মোটা টাকা রোজগারের পথও। তাহলে কি, কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করার চেষ্টাই কাল হল ব্রাত্য বসুর। অনেকেই মনে করছেন, ব্রাত্য বসুকে শিক্ষা দফতর থেকে সরানোর অন্যতম বড় কারণ এটিও। বুধবার শিক্ষামন্ত্রী পদে নিজের নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার শিক্ষা দফতরের সচিব ও কর্তাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন তিনি। বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হবে না। কলেজগুলি পুরনো পদ্ধতি মেনেই এগোবে। সরকারের যুক্তি, এখনও পরিকাঠামো তৈরি না হওয়াতেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে চলেছে।
First Published: Thursday, May 29, 2014, 09:41