Last Updated: November 16, 2013 22:25
উন্নয়নের টাকা, উত্সবে-অনুষ্ঠানে নয়ছয় করছে রাজ্য সরকার। অর্থ কমিশনের কাছে একযোগে অভিযোগ জানাল রাজ্যের বিরোধী দলগুলি। নিউটাউনের হিডকো ভবনে চতুর্দশ অর্থ কমিশনের সঙ্গে আজ বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
চার হাজার ক্লাবকে লক্ষ লক্ষ টাকার অনুদান। ব্যয়বহুল উত্সবে-অনুষ্ঠান। পালাবদলের পর ক্রমশ নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন রাজ্যবাসী। বিরোধীরা বলছেন, আর্থিক সঙ্কটে এই বিলাসিতার কোনও মানে হয় না।
অর্থ কমিশনের কাছে, করদাতায় টাকার অপচয়ের অভিযোগ তুলেছে সিপিআইএমও। একইসঙ্গে, সারদাকাণ্ডের জের টেনে, বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির ওপর নজরদারির দাবি জানিয়েছে তারা।
আর্থিক সঙ্কট মোকাবিলায় অর্থ কমিশনের কাছে, আড়াই লক্ষ কোটি টাকার প্যাকেজ এবং তিন বছরের সুদ মকুব করার দাবি জানিয়েছে রাজ্য সরকার। বামেদের দাবি, রাজ্যের জন্য সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার বিশেষ প্যাকেজ দিক অর্থ কমিশন।
First Published: Saturday, November 16, 2013, 22:26