বিসিসিআইয়ের পর আইসিসি, শ্রীনিকে আঁটকাতে কোমর বেঁধে নামছে বিরোধীরা

বিসিসিআইয়ের পর আইসিসি, শ্রীনিকে আঁটকাতে কোমর বেঁধে নামছে বিরোধীরা

Tag:  Srinibasan ICC BCCI
বিসিসিআইয়ের পর আইসিসি, শ্রীনিকে আঁটকাতে কোমর বেঁধে নামছে বিরোধীরাবিসিসিআইয়ের পর এবার আইসিসিতেও এন শ্রীনিবাসনকে আটকাতে পথে নামতে চলছে বিরোধি গোষ্ঠিরা। শ্রীনির আইসিসিতে প্রতিনিধিত্ব করার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে চলেছেন তারা। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরবর্তী শুনানি হবে উনত্রিশে এপ্রিল।

আইসিসির কোনও বেঠকে যাতে শ্রীনিবাসন বোর্ডের প্রতিনিধি হিসাবে অংশ না নিতে পারেন সেব্যাপারে সেদিন সুপ্রিম কোর্টে আপিল করবে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্পট ফিক্সিংয়ের তদন্ত চলাকালীন শ্রীনিবাসনকে বোর্ডের কাজকর্ম থেকে দুরে থাকার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেক্ষেত্রে কি ভাবে আইসিসির বৈঠকে অংশ নিতে পারে শ্রীনিবাসন বলে প্রশ্ন তুলেছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইনজীবী নলিনি চিদম্বরম। আর এই বিষয়টি উনত্রিশে এপ্রিল কোর্টের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। এই আইনি জটিলতায় শ্রীনিবাসনের আইসিসির চেয়ারম্যান পদ কি অনিশ্চয়তার মুখে? এই নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। তবে এবিষয় এখনও পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

First Published: Friday, April 25, 2014, 21:10


comments powered by Disqus