Last Updated: March 26, 2013 09:02

প্রত্যাশিত ভাবেই কমিশনের সঙ্গে দ্বন্দ্বে সরকারের পাশে নেই বিরোধীরা। কংগ্রেসের মতে, সরকারের সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক। বিজেপি-র প্রশ্ন, যারা একটি কলেজে শান্তিপূর্ণ ভাবে ভোট করতে পারে না, তারা কী ভাবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট করবে? আর বিরোধী দলনেতার পরামর্শ, সংঘাত এড়িয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক সরকার।পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যকে যে দিন চিঠি দিল কমিশন, সেদিনই দফায় দফায় কমিশন এবং রাজ্যপালের দ্বারস্থ হলেন বিরোধীরা।
দুপুরেই রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সরকারের একতরফা দিন ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে স্মারকলিপি দেয় কংগ্রেস। গতকাল সন্ধ্যায় রাজ্যপালের কাছেও ওই অভিযোগ জানিয়ে আসেন কংগ্রেস নেতারা।
সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি-ও।
সংঘাতের রাস্তা থেকে সরকারকে সরে আসার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা।
পঞ্চায়েত ভোট নয়, ভোটের দিন ঘোষণা নিয়ে কমিশন আর সরকারের সংঘাতেই এখনও সরগরম রাজ্য রাজনীতি।
First Published: Tuesday, March 26, 2013, 10:12