দুবরাজপুরকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা

দুবরাজপুরকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা

দুবরাজপুরকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা দুবরাজপুরকাণ্ড নিয়ে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে বাম পরিষদীয় দলের সদস্যরা। সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে এদিন বিকেলে রাজভবনে যাবেন বাম নেতারা। 

দুবরাজপুরের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় ক্ষুব্ধ বামফ্রন্ট। লোবা গ্রামে গুলি চালানোর ঘটনা সরকার এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে, আজ লোবা গ্রামে যাচ্ছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। তিনিও একই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। গত ৭ নভেম্বর জমি আন্দোলনে পুলিসের গুলিচালনার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বুলেট। যদিও সরকারের দাবি পক্ষ থেকে দাবি জানানো হয়, পুলিস গুলি চালায়নি।     

First Published: Monday, November 12, 2012, 10:10


comments powered by Disqus