মৃত্যুর আগে দীর্ঘ ন`বছর পাকিস্তানে ছিলেন লাদেন

মৃত্যুর আগে দীর্ঘ ন`বছর পাকিস্তানে ছিলেন লাদেন

মৃত্যুর আগে দীর্ঘ ন`বছর পাকিস্তানে ছিলেন লাদেন  মৃত্যুর আগে টানা ন`বছর পাকিস্তানেই ছিলেন ওসামা বিন লাদেন। কিন্তু তাঁর টিকি ছুঁতে পারেনি তদানীন্তন পাক সরকার। পাকিস্তানের সরকারি তদন্তেই এই ঘটনা উঠে এসেছে। অ্যাবটাবাদের কমিশনের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয় এই ঘটনার জন্য পাকিস্তান সরকারের সমস্ত বিভাগকেই অপদার্থ বলা হয়েছে ওই রিপোর্টে। সোমবার ৩৩৬ পাতার এই রিপোর্টের কপি আল জাজিরা ফাঁস করায় বিশ্ব জুড়ে এই নিয়ে হৈচৈ পড়ে গেছে।

রিপোর্টে স্পষ্ট লেখা আছে ``সরকারি স্তরে অবহেলা আর অপদার্থতার জন্যই এই ঘটনা ঘটেছে।`` শুধু তাই নয় ওসামাকে ধরতে মার্কিনি হামলার ঘটনাকে ``খুনের অপরাধ`` এবং ১৯৭১ পর পাকিস্তানের পক্ষে সর্বাধিক অপমানজনক বলা হয়েছে।

এই রিপোর্ট ছ`মাস আগে পেশ করা হলেও এত দিন তা লুকিয়ে রেখেছিল পাক সরকার।

বর্তমানে পাকিস্তানে ইন্টারনেটে আলজাজিরাকে ব্লক করে দেওয়া হয়েছে।



First Published: Tuesday, July 9, 2013, 13:21


comments powered by Disqus