Last Updated: February 23, 2013 11:20

অস্কার শেষে কি হলিউডের অস্ট্রেলিয়া যাত্রা? হলিউডে গুঞ্জন, অস্কার শেষেই জেসিকা চেস্টেইন, বেন অ্যাফ্লেকদের দেখা যেতে পারে লিজার্ড আইল্যান্ড বা এল ক্যুয়েস্ট্রো হোমস্টেডের আশে পাশে।
কেন? নাই বা আসুক অস্কার হাতে পাওয়ার `ম্যাজিক মোমেন্ট`। শুধু নমিনেশনেই মিলছে ৪৫ হাজার ডলারের `গুডি ব্যাগ`। তার তার ভিতরেই রয়েছে ১২ হাজার ডলারের বলাসবহুল অস্ট্রেলিয়া সফরের ভাউচার। প্রত্যেক নমিনিকেই উপহার দেওয়া হবে এই গুডি ব্যাগ।
গ্রেট বেরিয়র রিফের লিজার্ড আইল্যান্ড অথবা এল ক্যুয়েস্ট্রো হোমস্টেডের প্রাইভেট রিসর্ট, এই দুই বিলাসবহুল `অজি ডেস্টিনেশনের` মধ্যেই একটিকে বেছে নিতে হবে প্রাপকদের। তবে বিলাসী সৈকতাবাস নয়, গুডি ব্যাগে আছে ম্যাপল সিরাপ, লাক্সারি কন্ডোম, ইলেক্ট্রনিক সিগারেট সহ নানাবিধ উপহার।
First Published: Saturday, February 23, 2013, 11:20