Last Updated: February 27, 2014 14:26

------------------------------------------
খামবন্দি ভাগ্য। তাও আবার যে সে জনের নয়। অস্কার জয়ীদের। এমন খাম কি কখনও সাধারণ হতে পারে? এবছর অস্কারে তাই অ্যাকাডেমি অফ মোশন পিকচার্সের নিবেদন, এক্সক্লুসিভ ডিজাইনার খাম। অস্কার। একটি শব্দে চোখের সামনে ফুটে ওঠে একের পর এক ছবি।
হাজার ওয়াটের ঝলকানি। সুসজ্জিত ডলবি থিয়েটার। রেড কার্পেটে ফ্যাশন প্যারেড। ডিজাইনার ওয়্যার-এ সুসজ্জিত হলিউড তারকারা। পোশাক হোক বা গয়না, সবেতে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযগিতা। তবে এসবের চেয়েও দামি ছোট্ট একটি খাম।
যে খামে বন্দি থাকে অস্কার দৌড়ে মনোনীতদের ভাগ্য।
AND THE OSACR GOES TO...
হার্ট বিট একধাক্কায় অনেকটা বাড়িয়ে এই শব্দগুলির পরই আসরে আসে সেই নামবন্দি খাম।
এমন খাম কি যে সে রকম হলে মানায়? অ্যাকাডেমি অফ মোশন পিচকার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবার তাই ব্যবস্থা করেছে বিশেষ খামের। আসছে এক্সক্লুসিভ অস্কার খাম। এই কাজের জন্য ২০১১-১২ পর এবছর আবার ফিরিয়ে আনা হয়েছে ডিডাইনার মার্ক ফ্রেডল্যান্ডকে।
সোনালী কাগজে রক্তাভ লালের ফিনিশিং। সঙ্গে মিনি অস্কার স্ট্যাচুর ছাপ। বিশেষ এই খামও অস্কার বিজেতাদের কাছে সারা জীবনের সম্পদ। অপেক্ষা এখন ২ মার্চ পর্যন্ত। ডলবি থিয়েটার উজ্জ্বল করে ওইদিনই অস্কারের আসর মাতাতে তৈরি এক্সক্লুসিভ এইসব খাম।
First Published: Thursday, February 27, 2014, 14:27