Last Updated: July 23, 2012 10:28

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এবার আদালতে যাওয়ার কথা ভাবছেন পূর্ণ অ্যাজিটক সাংমা। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশের পর জয়ী ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানালেও, গোটা নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন সাংমা। তাঁর অভিযোগ, প্রণব মুখোপাধ্যায়কে জয়ী করতে বিভিন্ন ভাবে চাপ তৈরি করেছে ইউপিএ।
বস্তুত, ভোটের আগেই প্রণব মুখার্জির মনোনয়ন বাতিলের মরিয়া চেষ্টা করেছিলেন মেঘালয়ের উপজাতি নেতা। তাঁর অভিযোগ ছিল, কলকাতার আইএসআই-এর চেয়ারম্যান পদ থেকে বিধিসম্মতভাবে ইস্তফা দেননি কীর্ণাহারের ব্রাহ্মণ সন্তান। একনকী পদত্যাগপত্রে প্রণবের সই জাল বলেও অভিযোগ আনেন সাংমা। কিন্তু সাংমার সেই অভিযোগ খারিজ করে দেন রিটার্নিং অফিসার। এবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দারস্থ হতে পারেন বলে জানিয়েছেন সাংমা। রাষ্ট্রপতি ভোটে পরাজয়ের পর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসছেন পি এ সাংমা।
First Published: Monday, July 23, 2012, 10:28