Last Updated: December 20, 2013 11:35
পাবলো পিকাসোর মিলিয়ন ডলারের দুষ্প্রাপ্য ছবি মাত্র ১৪০ ডলারে পেয়ে গেলেন ২৫ বছরের এক মার্কিন যুবক। সৌজন্যে সদবির অনলাইন চ্যারিটি। লেবাননের প্রাচীন শহর টায়ারের সংস্কারের জন্য পিকাসোর ছবিটি বিক্রির উদ্যোগ নেয় প্যারিসের সদবি নিলাম ঘর।
১০০ ইউরো অর্থাত ১৪০ মার্কিন ডলারের ৫০ হাজার টিকিটও বিক্রি হয়। কম্পিউটারের মাধ্যমে ভাগ্যবান বিজেতা হিসেবে উঠে আসে ওই মার্কিন যুবকের কেনা টিকিট।
First Published: Friday, December 20, 2013, 11:35