Last Updated: June 10, 2014 08:24

অভিনব সিদ্ধান্ত কলকাতা পুরসভার। পুর এলাকার মধ্যে কোনও বাড়িতে নীল সাদা রঙ করা হলে এক বছরের জন্য সম্পত্তি করে ছাড় পাবেন সেই বাড়ির মালিক। সোমবার মেয়র পারিষদ বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে বদল করতে হবে পুর আইনে। সেজন্য প্রয়োজনীয় নথিপত্র পৌছে দেওয়া হয়েছে পুরমন্ত্রীর কাছে। খুব শিগগরিই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন মেয়র।
আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন। সেদিকে তাকিয়েই পুরসভার এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা পুরসভার আর্থিক সঙ্কট বহুদিনের। টাকার অভাবে রাস্তা নির্মাণ, বস্তি উন্নয়নের মত বহু কাজ আটকে রয়েছে। সেই পরিস্থিতিতে এভাবে নীল সাদা রঙের জন্য সম্পত্তি করে ছাড় দিলে পুরসভার কয়েক কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা। সেকারণে নির্বাচনের দিকে তাকিয়ে পুরসভার এধরনের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন তুলেছেন অনেকেই।
First Published: Tuesday, June 10, 2014, 08:34