Last Updated: January 23, 2012 19:32

আজমল কাসভের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না মুম্বই সন্ত্রাস তদন্তের দায়িত্বপ্রাপ্ত পাক কমিশনকে। সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসছে পাক কমিশনের প্রতিনিধি দল। গত সপ্তাহে পাক অভ্যন্তরীণমন্ত্রী রেহমান মালিক জানিয়েছিলেন, কাসভের কথা বলতে পারে পাক কমিশন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কাসভের সঙ্গে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না পাক প্রতিনিধি দলকে। ২০০৮-এ মুম্বই সন্ত্রাসের একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারত-পাক কূটনৈতিক সম্পর্কে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Monday, January 23, 2012, 19:35