Last Updated: September 27, 2011 17:48

আগামী বছর আইপিএলে দেখা যেতে পারে পাক ক্রিকেটারদের।
এমনই ইঙ্গিত দিয়েছেন আইপিএল কমিটির নতুন চেয়ারম্যান রাজীব শুক্লা।
তিনি জানিয়েছেন, পাক ক্রিকেটাররা যাতে আইপিএলে অংশ নিতে পারেন,
তার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই।
প্রথম কয়েক বছর আইপিএলে অংশ নিয়েছিলেন পাক ক্রিকেটাররা।
দুহাজার আটে মুম্বই বিস্ফোরণের পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতি হতে থাকে।
পাক ক্রিকেটারদের আইপিএল খেলার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়।
মুম্বই বিস্ফোরণের পর গত তিন বছরে ভারত-পাক কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ হয়নি।
শুধু ভারত-পাক দ্বিপাক্ষিক ম্যাচই নয়, পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটই কার্যত বন্ধ হয়ে গেছে।
লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের কাছে বিস্ফোরণের পরই পাকিস্তান থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেয় আইসিসি।
এরপর নিরাপত্তাহীনতার অভিযোগে ক্রিকেট খেলিয়ে সব দেশই পাকিস্তানকে বয়কট করে রেখেছে।
ফলে আইপিএলের হাত ধরে পাক ক্রিকেটাররা যদি আবার ভারতে খেলার সুযোগ পান, তাহলে ক্রিকেটারদের পাশাপাশি লাভবান হবে পাক ক্রিকেট বোর্ড।
পাক বোর্ডের তরফে জানানো হয়েছে, পাক ক্রিকেটারদের ভাগ্য অনেকটাই নির্ভর করছে ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেটের ওপর।
বিসিসিআইয়ের নতুন করে পাক ক্রিকেটারদের আইপিএল খেলানোর ভাবনাকে ইতিবাচক বলে জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
First Published: Tuesday, September 27, 2011, 17:50