Last Updated: April 20, 2012 20:56

ভয়াবহ বিমান দুর্ঘটনা পাকিস্তানে। খারাপ আবহাওয়ার কারণে করাচি থেকে ইসলামাবাদগামী একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল রাজধানী ইসলামাবাদের অনতিদূরে চাকলালা এয়ারবেসের কাছে। বিমানটিতে মোট ১২৭ জন যাত্রী ছিল। এর মধ্যে ১১৮ জন যাত্রী ও ৯ জন কর্মী। দুর্ঘটনায় সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাক পুলিস সূত্রে খবর, ভোজা এয়ারলাইন্স-এর বি-৪২১৩ বিমানটি হুসেনাবাদের একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও খারাপ আবহাওয়াই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রওনা হয়েছে পাক সেনা। তবে খারাপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
First Published: Friday, April 20, 2012, 20:56