Last Updated: May 18, 2012 20:00

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল আগেই। এবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে সরকারি অর্থ বিদেশে খয়রাতির অভিযোগ তুলল সে দেশের মিডিয়ার একাংশ। শুক্রবার পাক প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লা বাবরের সাংবাদিক বৈঠকের পর এ বিষয়ে বিতর্ক শুরু হয়েছে।
চলতি বছরের ৮ এপ্রিল এক দিনের ভারত সফরে এসে রাজস্থানের আজমেঢ়ে খ্বাজা মৈনুদ্দিন চিস্তির দরগায় গিয়েছিলেন পাক প্রেসিডেন্ট। সেখানে সাত বছর আগে প্রয়াত স্ত্রী বেনজিরের সঙ্গে আজমেঢ় সফরের স্মৃতির কথা তুলে ধরেছিলেন জারদারি। সেই সঙ্গে ঐতিহাসিক এই দরগার উন্নয়নের জন্য ১০ লক্ষ মার্কিন ডলার অর্থসাহায্যেরও প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার ফারহাতুল্লা বাবর জানান, ভারতে ব্যক্তিগত সফরে গিয়ে পাক প্রেসিডেন্ট মৈনুদ্দিন চিস্তির দরগায় যে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি কোষাগার থেকেই তা ব্যয় করা হবে। এর পরই পাকিস্তানের জনগণের টাকা দানের ব্যাপারে প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে পাক মিডিয়ার একাংশ। শুধু মৈনুদ্দিন চিস্তির দরগা নয়, সাম্প্রতিক অতীতে মায়ানমারের ইয়ঙ্গনে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ`র নামাঙ্কিত একটি সংগ্রহশালার উন্নয়নের জন্য ৫০,০০০ মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছিলেন জারদারি। ইতিমধ্যেই সেই টাকা সংশ্লিষ্ট সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।
First Published: Friday, May 18, 2012, 20:00