Last Updated: May 8, 2012 21:33

আদালত অবমাননা মামলায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির তীব্র সমালোচনা করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছিলেন গিলানি। মঙ্গলবার সেই নির্দেশের প্রতিলিপি প্রকাশ করেছে পাক সুপ্রিম কোর্ট।
বিচারপতি নাসিরুল মুল্ক এবং বিচারপতি আসিফ সইদ খোসার ৭৭ পাতার নির্দেশে নতুন করে বিপদে পড়তে পারেন পাক প্রধানমন্ত্রী। সংবিধানের যে ধারায় গিলানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে ৫ বছরের জন্য পার্লামেন্টের সদস্যপদ খোয়াতে পারেন গিলানি। বিপন্ন হতে পারে তাঁর প্রধানমন্ত্রির পদও।
First Published: Tuesday, May 8, 2012, 21:33