Last Updated: September 22, 2013 15:55

রবিবার পাকিস্তানের পেশোয়ারে একটি চার্চের বাইরে বোম বিস্ফোরণে প্রাণ হারালেন ৪০জন। আহত ৪০ বেশী। এই হামলায় প্রাণ হারিয়েছে বেশকিছু শিশু।
সূত্রে খবর দু`জন আত্মঘাতী জঙ্গী চার্চের বাইরে নিজেদের উড়িয়ে দেয়। ঘটনার সময় চার্চের মধ্যে রবিবারের প্রার্থনা জন্য ৫০০-৬০০ মানুষ ছিলেন।
এর আগেও ইসলামিক জঙ্গী গোষ্টীদের হামলার শিকার হয়েছেন পাকিস্তানের সংখ্যালঘু ক্রিশ্চান সম্প্রদায়।
এখনও পর্যন্ত কেউই এই ঘটনার দায় স্বীকার করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথম বিস্ফোরণটির তুলনায় দ্বিতীয় বিস্ফোরণটি অনেক বেশী তীব্র ছিল।
First Published: Sunday, September 22, 2013, 15:55