কাসভের ফাঁসির দাবিতে সরব পাকিস্তান, Pakistan demands Kasav`s life sentence

কাসভের ফাঁসির দাবিতে সরব পাকিস্তান

কাসভের ফাঁসির দাবিতে সরব পাকিস্তানসার্ক শীর্ষ সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের আগেই আজমল কাসভের ফাঁসির দাবি তুলল পাকিস্তান। আজ মলদ্বীপের মালে পাক স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক বলেন, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত আজমল কাসভ একজন সন্ত্রাসবাদী। তার ফাঁসি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মালিক। তিনি বলেন, মুম্বই হামলার তদন্তে সাহায্য করতে পাকিস্তানের বিচারবিভাগীয় কমিশন এর মধ্যেই ভারতে আসবে।

First Published: Thursday, November 10, 2011, 12:18


comments powered by Disqus