Last Updated: September 25, 2013 16:57

বালুচিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৭। দুর্গম এলাকার সব জায়গায় এখনও পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বালুচিস্তানের আওয়ারান শহরের কাছে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে গতকালের কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের পর আওয়ারান সহ আশপাশের ৫টি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারের কাজে সেনা নামানো হয়েছে। ত্রান শিবির, অস্থায়ী হাসপাতালে আহতদের চিকিতসা চলছে। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষ এখনও খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
First Published: Wednesday, September 25, 2013, 16:57