শীর্ষ তালিবান নেতাকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান

শীর্ষ তালিবান নেতাকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান

শীর্ষ তালিবান নেতাকে মুক্তি দিতে চলেছে পাকিস্তানতালিবান জঙ্গিদের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশনীতির প্রধান উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়েছেন চলতি মাসেই মোল্লা বারাদারকে মুক্তি দেওয়ার হতে পারে। তবে আফগান কর্তৃপক্ষের হাতে বারদারকে তুলে দিচ্ছে না পাকিস্তান। মুক্তি পাচ্ছেন তালিবানদের অন্যতম শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারদার।

আগামী বছরই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাটো। এই পরিস্থিতিতে মোল্লা বারাদারের মতো শীর্ষ নেতার সঙ্গে আলোচনা আফগান শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে কাবুল। পাক প্রধামমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ নীতি বিষয়ক প্রধান উপদেষ্টা সারতাজ আজিজ মঙ্গলবার মোল্লা বারদারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন।
  
তালিবান নেতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত মোল্লা আব্দুল ঘানি।  মোল্লা ওমরের দেওয়া বারাদার ছদ্মনামেই  বেশি পরিচিত। দুহাজার দশ সালে পাকিস্তানে গ্রেফতার হন মোল্লা বারাদার। আফগান সরকারে মতে মোল্লা ওমর সহ অন্য তালিবান নেতাদের সঙ্গে আলোচনায় তারা মোল্লা বারাদারের থেকে সাহায্য পেতে পারেন। তবে এই মুহূর্তে আফগান প্রশাসনের হাতে তুলে দিচ্ছে না ইসলামাবাদ।
 
পাকিস্তানের কাছে মোল্লা বারদারের উপরে নজর রাখার অনুরোধ করেছে আফগানিস্তান। এর আগে গত শনিবারও বেশ কয়েকজন তালিবান নেতাকে মুক্তি দেয় পাকিস্তান। তাতেও আফগানিস্তানের হাতে তুলে দাওয়া হয়নি। আফগান সরকারের আশঙ্কা এই নেতারা আদিবাসী অধ্যুসিত এলাকায় ফিরে গিয়ে ফের সস্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করতে পারে। যদিও সেই দাবিকে নস্যাত করেছে ইসলামাবাদ।

First Published: Thursday, September 12, 2013, 09:40


comments powered by Disqus