Last Updated: June 19, 2013 13:51

পাক জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার শাখা সংগঠন জামাত উদ দাওয়ার জন্য বরাদ্দ হল ছ-কোটি টাকা। চলতি অর্থ বর্ষে এই টাকা বরাদ্দ করেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ক্ষমতায় থাকা পিএমএলএন সরকার। এছাড়া একটি নলেজ পার্ক তৈরির জন্য আরও ৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে নওয়াজ শরিফ সরকার।
পঞ্জাব অ্যাসেম্বলির বাজেট অধিবেশনে একথা জানান প্রাদেশিক অর্থমন্ত্রী মুস্তাফা সুজাউর রহমান। লাহোরের কাছে মুরিদকায় রয়েছে জামাত-উদ-দাওয়ায় দফতর। সেখানেই তৈরি হবে নলেজ এই পার্ক। দাবি পঞ্জাব প্রদেশের অর্থমন্ত্রীর।
প্রাদেশিক সরকারের এক কর্তা জানান, বিভিন্ন সেবামূলক কাজে সঙ্গে যুক্ত রয়েছে জামাত। একাধিক স্কুল ও হাসপাতাল পরিচালনা করে তারা। সেগুলি ঠিকমত চালানোর জন্যই জামাতকে এই অর্থ সাহায্য। এমনটাই জানান ওই প্রাদেশিক কর্তা।
মুম্বই হামলার পর লস্কর-এ-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও জামাত-উদ-দাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি পাকিস্তানে। এমনকি ছাব্বিশ এগারোর মাস্টার মাইন্ড হাফিজ সঈদও বহাল তবিয়তে রয়েছেন লাহোরে।
অথচ মার্কিন প্রশাসন তাঁর মাথার দাম ধার্য করেছে এক কোটি টাকা।
First Published: Wednesday, June 19, 2013, 13:51