পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তানভারতের `ভূমি থেকে ভূমি` ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর পরীক্ষামূলক উত্‍‍ক্ষেপণের ৭ দিনের মধ্যেই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-১এ-এর সফল পরীক্ষামূলক উত্‍ক্ষেপণ করল পাকিস্তান। বুধবার পাক সেনা সূত্রে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র শাহিন-১-এর উন্নত সংস্করণ শাহিন-১এ পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

৭৫০ কিলোমিটার পাল্লার শাহিন-১-এর থেকে শাহিন-১এ`র পাল্লা বেশি বলে দাবি করা হলেও, নতুন ক্ষেপণাস্ত্রটির কতটা দূরত্বে আঘাত হানতে পারে, তা গোপনেই রেখেছে ইসলামাবাদ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ৫০০০ কিলোমিটার পাল্লার `ভূমি থেকে ভূমি` ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপণ করে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা, ডিআরডিও। সেই সঙ্গেই অত্যাধুনিক আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্ভার-সমৃদ্ধ এলিট দেশগুলির গোষ্ঠীতে ঠাঁই করে নেয় ভারত।






First Published: Wednesday, April 25, 2012, 13:52


comments powered by Disqus