ভারত-পাক ক্রিকেট সিরিজ ডিসেম্বরে

ভারত-পাক ক্রিকেট সিরিজ ডিসেম্বরে

ভারত-পাক ক্রিকেট সিরিজ ডিসেম্বরেদীর্ঘ ৫ বছর পর আবার শুরু হতে চলেছে ভারত-পাক ক্রিকেট সিরিজ। সোমবার ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ইসলামবাদের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক ছিন্ন করেছিল ভারত।

দু'দেশের সরকারের কুটনৈতিক সম্পর্ক জোরদার লক্ষ্যেই অর্ধদশক পর নয়াদিল্লির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ডিসেম্বরে ভারতের সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের সঙ্গে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার মাঝেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গেও একদিনের ম্যাচ খেলবে। জানা গেছে, বড়দিনের ছুটি কাটাতে সিরিজের মাঝেই দেশে ফিরে যাবে ইংলিশ ক্রিকেট দল। তারপর তাদের ফিরে আসার মাঝের সময়ে পাকিস্তানের সঙ্গে ৩টি একদিনের ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ খেলবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। কলকাতা, দিল্লি এবং চেন্নাইতে হবে ৩টি ম্যাচ। প্রসঙ্গত, এর আগে ২০০৭ সালে শেষ বার ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট টিম।





First Published: Monday, July 16, 2012, 17:00


comments powered by Disqus