Last Updated: May 4, 2014 12:03
কোনও প্ররোচনা ছাড়াই এলওসিতে গুলি চালাল পাকিস্তান। কাশ্মীরের পুঞ্চের মেন্ধার সেক্টরে গুলি চালায় পাক সেনা।
সেনা মুখপাত্র কর্নেল মানিস মেহেতা জানিয়েছেন, "মেন্ধার সেক্টরে প্ররোচনা ছাড়াই দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে গুলি চালিয়েছে পাক জওয়ানরা।" সেনা আধিকারিকের দাবি অনুযায়ী শনিবার রাত ১১টা ৩০ থেকে শুরু হয়েছে গুলি। তবে হামলায় কোনও হতা-হতের খবর পাওয়া যায়নি।
বছর খানেক আগে সীমান্ত শান্তিতে বিঘ্ন ঘটানোর অভিযোগ ওঠে পাকিস্তনের বিরুদ্ধে। সেনার তরফে জানানো হয়েছে গতকালের হামলায় অল্প মাত্রার অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। ভারতের তরফেও এই হামলার জবাব দেওয়া হয়েছে। দেশে যখন লোকসভা নির্বাচন চলছে তখনই সীমান্ত চুক্তি ভঙ্গ করার সাহস দেখাল পাকিস্তান।
First Published: Sunday, May 4, 2014, 12:30