এবারও আইপিএলে ব্রাত্য পাক ক্রিকেটাররা

এবারও আইপিএলে ব্রাত্য পাক ক্রিকেটাররা

এবারও আইপিএলে ব্রাত্য পাক ক্রিকেটাররাশনিবার পঞ্চম আইপিএলের নিলাম। এবারও আইপিএল-এ নেই কোনও পাক ক্রিকেটার। এবার নিলামে ১০৭ জন বিদেশি ক্রিকেটারের অবিক্রিত থাকার সম্ভাবনা। ৯টি ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটারের মোট কোটা ফাঁকা আছে ২৯টি।

নিলামে উঠতে চলেছেন ১৩৬ জন ক্রিকেটার। কিন্তু নিয়ম অনুয়াযী নিলামে ২৯ জনই দল পাবেন। এবারেও বিদেশি ক্রিকেটারদের তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ পাক ক্রিকেটাররা। শাহিদ আফ্রিদি, উমর গুল, সইদ আজমল সহ ৪ ক্রিকেটার এবার আশা করেছিলেন তাঁরা আইপিএলে খেলার সুযোগ পাবেন।






First Published: Friday, February 3, 2012, 23:28


comments powered by Disqus