Last Updated: May 9, 2013 10:21

চণ্ডীগড়ের হাসপাতালে মৃত্যু হল সাজাপ্রাপ্ত পাকিস্তানি বন্দি সানাউল্লা রঞ্জের। জম্মুর কোট বালওয়াল জেলে সহবন্দির আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন সানাউল্লা। চিকিত্সকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয়েছে সানাউল্লার। হাসপাতালে চিকিত্সাধীন সানাউল্লাকে দেখে গিয়েছেন পাক হাইকমিশনার সলমন বসির। তাঁর দুই আত্মীয়ও বিশেষ ভিসা নিয়ে ভারতে এসে আহত সানাউল্লাকে দেখে যান।
সানাউল্লার দেহ ফেরত পাঠানোর জন্য ভারতকে অনুরোধ করেছে পাকিস্তান। সানাউল্লার দেহের ময়নাতদন্তের পর তা পাকিস্তানকে ফেরানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। পাক হাইকমিশনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে, আন্তর্জাতিক কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সানাউল্লার মৃত্যুর তদন্তের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ভারতে শাস্তির মেয়াদ শেষ করা ৪৭ জন পাক বন্দির দ্রুত মুক্তির দাবিও জানিয়েছে পাক হাইকমিশন।
First Published: Thursday, May 9, 2013, 10:21