ইসলাম বরোধী ছবির প্রতিবাদে উত্তপ্ত পাকিস্থান, মৃত ১৯

ইসলাম বরোধী ছবির প্রতিবাদে উত্তপ্ত পাকিস্থান, মৃত ১৯

ইসলাম বরোধী ছবির প্রতিবাদে উত্তপ্ত পাকিস্থান, মৃত ১৯বিতর্কিত ছবির বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করল পাকিস্তানে। সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। আহতের সংখ্যা একশোর কাছাকাছি। ইসলামাবাদ, করাচি, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডির মতো বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন জায়গা থেকে ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগের খবর এসেছে। বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে পুলিস। উত্তেজনার জেরে বহু শহরেই দোকানপাট, তেলের ডিপোগুলি বন্ধ ছিল। বন্ধ ছিল মোবাইল পরিষেবাও।

First Published: Friday, September 21, 2012, 23:16


comments powered by Disqus