Last Updated: November 22, 2011 22:10

অস্ত্রবিরতি ঘোষণা করল পাকিস্তানের তালিবান। সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরু করতেই পাক জঙ্গিদের এই সিদ্ধান্ত। তেহরিক-এ-তালিবান পাকিস্তানের কমান্ডার হাকিমুল্লা মেহসুদ ঘনিষ্ঠ এক জঙ্গিনেতা জানিয়েছে, শান্তি প্রক্রিয়া যাতে বিঘ্নিত নাহয়, তাই আপাতত সরকারি ও সেনা দফতরে নাশকতা বন্ধ রাখা হবে। সম্প্রতি পাক গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছিল যে শান্তি চুক্তির জন্য পাক তালিবানের সঙ্গে যোগাযোগ করেছে মধ্যস্থতাকারীরা। একদিকে মার্কিন ড্রোন হামলা, অন্যদিকে তালিবানের গোষ্ঠীদ্বন্দে এমনিতেই কিছুটা কোণঠাসা জঙ্গিরা। নিত্য সন্ত্রাসে বিধ্বস্ত পাক জনতার সমর্থনও হারিয়েছে জঙ্গিরা। এই অবস্থাতে সম্ভবত শান্তি আলোচনার রাস্তাই বেছে নিয়েছে তালিবান। পাক তালিবানের এই ঘোষমার ফলে শান্তি চুক্তির সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। যদিও পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী এব্যাপারে কোনও মন্তব্য করেনি।
First Published: Tuesday, November 22, 2011, 22:10