মুশারফকে হত্যার হুমকি তেহরিক-এ-তালিবানের

মুশারফকে হত্যার হুমকি তেহরিক-এ-তালিবানের

মুশারফকে হত্যার হুমকি তেহরিক-এ-তালিবানেরআত্মঘাতী জঙ্গি এবং গুপ্তঘাতকদের পুরো একটি বাহিনী তৈরি। দেশে ফিরলেই হত্যা করা হবে পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফকে। জঙ্গিগোষ্ঠী তেহরিক-এ-তালিবানের তরফে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমনই হুমকি দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় তেহরিক-এ-তালিবান মুখপাত্র এহেসানউল্লা এহেসান এবং আদনান রসিদকে দেখা গিয়েছে। রসিদ এর আগেও একাধিকবার মুশারফের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে আগামিকাল পাকিস্তানে ফিরছেন মুশারফ। তেহরিক-এ-তালিবানের হুঁশিয়ারি, দেশে ফিরলে মুশারফকে তারা নরকে পাঠাবে। দুহাজার সাত সালে সেনাপ্রধান থাকাকালীন ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযান চালিয়ে বহু জঙ্গিকে হত্যা করেছিলেন পারভেজ মুশারফ। সেই ঘটনার প্রতিশোধ নিতেই মুশারফকে হত্যার হুমকি দিয়েছে তালিবান।    

First Published: Saturday, March 23, 2013, 21:29


comments powered by Disqus