Last Updated: October 9, 2013 16:23

প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পঞ্চমীর দিন মিলবে চারমাসের বকেয়া বেতন। বেতন তো দূরস্থান, আজ সকালে কর্মীরা দেখলেন অফিসে তালা ঝুলছে। বেপাত্তা কর্মকর্তারা। মহাপঞ্চমীর দিন অফিস বন্ধ হয়ে যাওয়ায় অথই জলে পড়লেন কর্মীরা। হতাশ হয়ে সল্টলেক সেক্টর ফাইভে অফিসের সামনেই বিক্ষোভ দেখালেন স্প্যানকো বিপিও লিমিটেডের শপাঁচেক কর্মী। কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও, কেউই ফোন ধরেননি। পুজোর মুখে কাজ হারানোয় চরম অনিশ্চয়তার মুখে ৫০০ কর্মী। বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহরের বহু বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের বোনাস ও বেতন নিয়ে সমস্যা চলছিলই। তারমধ্যে সেক্টর ফাইবে বেশকিছু কলসেন্টার সংস্থার কর্মীরা বকেয়া বেতন পাননি। একদিকে যখন শহর প্রস্তুতি নিচ্ছে উৎসবে মাতোয়ারা হওয়ার, সেখানে ৫০০ ঘরে এখন শুধুই কাজ হারানোর আশঙ্কার। দুশ্চিন্তায় পরিবার।
First Published: Wednesday, October 9, 2013, 16:23