Last Updated: July 22, 2013 09:11
চতুর্থ দফার ভোটের বড় খবর- ১)তৃণমূল প্রার্থী বাড়িতে রাখা বোমা ফেটে জখম হল তিন শিশু। মালদার কালিয়াচকের বীরনগরের ঘটনা। পুলিস জানিয়েছে ওই তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতেই বোমাগুলি মজুত করা ছিল। আইসক্রিম বাক্সে রাখা ছিল বোমাগুলি। বল ভেবে শিশুরা খেলতে গেলে, সে গুলি ফেটে যায়। আহত তিন শিশুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন শিশুর অবস্থা আশঙ্কজনক।
আহত শিশুদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ছবি দেখতে ক্লিক করুন২) নদীয়ায় দোগাছিতে গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম প্রার্থী নিত্যগোপাল রায়কে কোপানোর অভিযোগ।
৩) ভোটের শুরুতেই দুই সিপিআইএম কর্মীর দেহ উদ্ধার হল বীরভূমে। সকালে ময়ূরেশ্বর থেকে উদ্ধার হয় সিপিআইএম কর্মী অসীম বাগদি এবং জামির শেখের দেহ। গতরাতেই তাদের খুন করা হয়েছে বলে অনুমান। রাতেই গুলিবিদ্ধ হন কসবার বাধানগর গ্রামের নির্দল প্রার্থী হৃদয় ঘোষ। সকালে গুলি করা হয় তাঁর বাবা সাগর ঘোষকেও। আহত দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তৃণমূল কংগ্রেস ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
First Published: Monday, July 22, 2013, 17:53