পঞ্চায়েতের পোস্টমর্টেম করতে আজ থেকে বৈঠকে মুখ্যমন্ত্রী

পঞ্চায়েতের পোস্টমর্টেম করতে আজ থেকে বৈঠকে মুখ্যমন্ত্রী

পঞ্চায়েতের পোস্টমর্টেম করতে আজ থেকে বৈঠকে মুখ্যমন্ত্রীপঞ্চায়েত পর্যালোচনায় আজ থেকে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, টাউন হলে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সভাধিপতিদের নাম চূড়ান্ত হবে। যে সব জেলা পরিষদ তৃণমূল দখল করতে পারেনি, সেই সব জেলার নেতাদেরও ডাকা হয়েছে বৈঠকে।  

দুদিন ধরে পঞ্চায়েতের পোস্টমর্টেম করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাউন হলে সোমবার বেলা একটা থেকে প্রথমে উত্তরবঙ্গ। পরে বিকেল চারটে থেকে দক্ষিণবঙ্গের ছয় জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরদিন দক্ষিণবঙ্গের আরও ছয় জেলার নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে যেমন জেলা পরিষদ গঠন নিয়ে আলোচনা হবে, তেমনই চূড়ান্ত হবে জেলা সভাধিপতিদের নাম। 
 
কোচবিহারের জেলা সভাধিপতি হিসেবে উঠে আসছে চৈতি বড়ুয়া, পুস্পিতা ডাকুয়ার নাম।
 
দক্ষিণ দিনাজপুরে ললিতা টিকদার বা কল্পনা মুর্মু হতে পারেন জেলা সভাধিপতি।
 
অরূপ চক্রবর্তী বা শ্যামল সরকার হতে পারেন বাঁকুড়ার জেলাসভাধিপতি।
 
পুরুলিয়ায় জেলা সভাধিপতি হিসেবে উঠে আসছে নিয়তি মাহাত এবং শক্তি মাহাতর নাম।
 
বীরভূমের সম্ভাব্য জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। 
 
গীতা হাঁসদা এবং দেবু টুডু হতে পারে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি।
 
হুগলির জেলা সভাধিপতি হতে পারেন সমীরণ পাল বা শৈলেন সিনহা।
 
তৃণমূল সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবারের মধ্যে সভাধিপতিদের নাম চূড়ান্ত হলেও কোনও নামেরই আনুষ্ঠানিক ঘোষণা হবে না।
 

First Published: Monday, August 26, 2013, 09:30


comments powered by Disqus