Last Updated: June 11, 2013 14:17

নতুন `রেকর্ড` গড়ল তৃণমূল কংগ্রেস। বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার এক সর্বকালীন রেকর্ড গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথম দফার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্রের স্কুটিনি পর্ব শেষে নজির বিহীন ছবি। চক্ষু চড়কগাছ কমিশনের। স্কুটিনি পর্ব শেষে ৬০০০-র বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল।
বিরোধীদের অভিযোগ, প্রার্থী দিতে দেওয়া হয়নি তাদের। যার জেরাই এই নজিরবিহীন ঘটনা। মনোনয়ন জমা দেওয়ার পরও প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রায় ২০০০ প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
অভিযোগ জানিয়ে বাম, কংগ্রেস ও বিজেপি নেতারা। এই ঘটনায় তৃণমূল নেত্রীর নিন্দা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। `নির্বাচনের নামে প্রহসন চলছে`, প্রতিক্রয়া বিজপি নেতা শমিক ভট্টাচার্যের। নিন্দা করেছেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। ``গণতন্ত্রের অন্ধকারময় দিন। এটা প্রত্যাশিতই ছিল। বিভিন্ন জায়গায় প্রার্থীদের তুলে আনা হচ্ছে", এমনটাই অভিযোগ মানস বাবুর।
First Published: Tuesday, June 11, 2013, 14:17