Last Updated: March 17, 2013 22:48

পঞ্চায়েত ভোট নিয়ে কমিশন ও সরকারের সংঘাত এখনও শেষ হয়নি। সম্ভবত সোমবার ভোটের নির্ঘণ্ট জানিয়ে কমিশনকে ফের চিঠি দেবে সরকার। তাতে সরকার সম্ভবত পুরনো অবস্থানের কথাই জানাবে। তবে ভোট নিয়ে শাসক দলের সুর এখন অনেকটাই নরম। রাজনৈতিক মহলের ধারনা, কমিশনের সঙ্গে আলোচনার পথেই হয়তো সংঘাত এড়াতে চাইছে সরকার।
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য নির্বাচনের সঙ্গে সংঘাতে রাজ্য সরকার। এই যুদ্ধে রাজ্য সরকারের হাতিয়ার পঞ্চায়েত আইন। অন্য দিকে, রাজ্য নির্বাচন কমিশনের শক্তি সংবিধান নির্দিষ্ট ক্ষমতা। সম্ভবত এই কারণেই রাজ্য সরকার বুঝতে পারছে, কমিশন কোর্টে গেলে অসুবিধায় পড়তে হবে। হয়তো তাই সুর অনেকটাই নরম শাসকদলের।
মহাকরণ সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভার দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। তবে রবিবার পর্যন্ত মুখ্যসচিব কমিশনের সঙ্গে যোগাযোগ করেননি। সোমবারই ভোটের নির্ঘণ্ট জানিয়ে কমিশনকে ফের চিঠি দিতে পারে সরকার। চিঠিতে ২৪ ও ২৭ এপ্রিল দু`দফায় ভোট আর প্রয়োজনে ঝাড়খণ্ড থেকেও বাহিনী মোতায়েন করার কথা বলা হবে বলেই জানা গেছে। বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলছেন।
তৃণমূল সূত্রের খবর, কমিশনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ভোট মে মাসে করতেও রাজি হতে পারে সরকার। কমিশন অবশ্য কেন্দ্রীয় বাহিনীর অধীনে তিন দফায় ভোট করার প্রস্তুতিই নিচ্ছে।
First Published: Monday, March 18, 2013, 09:48