Last Updated: November 4, 2012 20:37

সরকারের বিরুদ্ধে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ আনল রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি।
সংগঠনের সদস্যদের অভিযোগ, বিরোধী দলনেতা থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারে আসার পর একই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। নতুন সরকারের আঠেরো মাস পেরিয়ে গেলেও, এক শতাংশ প্রতিশ্রুতি পূরণ হয়নি।
হুগলির তারকেশ্বরে রাজ্য সম্মেলনের আয়োজন করেছিল পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি। অভিযোগ, আবেদন জানানো সত্ত্বেও, পুরসভা ও পুলিস তাঁদের সম্মেলন করার অনুমতি দেয়নি। তাই অনুমতি ছাড়াই সভা করেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের একাংশ সভা বানচাল করার চেষ্টা করে বলেও অভিযোগ জানিয়েছেন পার্শ্বশিক্ষকরা।
First Published: Sunday, November 4, 2012, 20:37