Last Updated: November 13, 2013 21:11

শর্ট স্ট্রিট কাণ্ডে গ্রেফতার হলেন রিট ম্যান গ্রুপ অফ কোম্পানির কর্ণধার পরাগ মজমুদার। স্কুলে দুষ্কৃতী পাঠানোর ঘটনায় নাম জড়িয়েছে পরাগ মজমুদারের। অভিযোগ, স্কুলে হামলাকারীদের পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
বর্তমান জমির মালিক সঞ্জয় সুরেখা অভিযোগ জানিয়েছিলেন তার দখল হওয়া জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পরাগ মজমুদার। একুশ কোটি টাকার চুক্তি হয় তার সঙ্গে। সঞ্জয়ের দাবি, জমি উদ্ধারের জন্য প্রথম পর্যায়ে নকোটি টাকাও তিনি দেন পরাগ মজমুদারকে। তারপরেও জমি উদ্ধার না হওয়ায় পরাগকে টাকা ফেরত দিতে বলেন সঞ্জয় সুরেখা। স্কুলে দুষ্কৃতী পাঠানোয় পরাগ ও সঞ্জয় সুরেখা দুজনের বিরুদ্ধেই অভিযোগ তোলেন মমতা আগরওয়াল।
First Published: Wednesday, November 13, 2013, 21:11