নতুন ছবির ট্রেলর আনলেন পরমব্রত

নতুন ছবির ট্রেলর আনলেন পরমব্রত

নতুন ছবির ট্রেলর আনলেন পরমব্রতজিও কাকা ছবি দিয়ে পরিচালনায় এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মিলেছিল সমলোচকদের প্রশংসাও। দু`বছর পর ফের পরিচালনায় ফিরছেন পরমব্রত। তাঁর আগামী ছবির নাম হাওয়া বদল।

সম্প্রতি কলকাতার ক্লাবে ছবির ট্রেলর লঞ্চ করলেন পরমব্রত। বন্ধুত্বের বন্ধন নিয়ে ছবি হাওয়া বদল। ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ, রাইমা সেন, কমলিকা ও পরমব্রত নিজে।

হাওয়া বদলের ট্রেলর দেখতে ক্লিক করুন।






First Published: Monday, February 25, 2013, 20:21


comments powered by Disqus