অনুব্রতর অনুগামীদের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহারের জন্য চিঠি রাজ্যের

অনুব্রতর অনুগামীদের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহারের জন্য চিঠি রাজ্যের

অনুব্রতর অনুগামীদের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহারের জন্য চিঠি রাজ্যেরঅনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহারের জন্য বীরভূমের জেলাশাসককে চিঠি দিল রাজ্য সরকার। গতবছরের বারই অগাস্ট গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হন তৃণমূলের নেতা অশোক ঘোষ। অনুব্রত মণ্ডলের অনুগামী ১৪জনের নামে এফআইআর হয়। ভোটের মুখে ১৪জন দলীয় কর্মীকে এলাকায় ফেরাতে তৃণমূল নেতৃত্ব তত্পর হওয়াতেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।

গত বছরের ১২ অগাস্ট বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ হয়ে খুন হন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা অশোক ঘোষ। অভিযুক্ত হিসেবে অনুব্রতর অনুগামী চোদ্দজনের নামে এফআইআর করেন অশোক ঘোষের ছেলে বিশ্বজিত্‍ ঘোষ। প্রথমে ওই অভিযোগে অনুব্রত মণ্ডলের নাম ছিল এফআইআরে। কিন্তু দলের চাপেই তৃণমূল জেলা সভাপতির নাম প্রত্যাহার করে নেন নিহতের ছেলে বিশ্বজিত্‍ ঘোষ। সিউড়ি সিজেএম আদালতে এই মামলা চলছে। এলাকা ছেড়ে অনুব্রতর আশ্রয়ে আছেন চোদ্দজন। ভোটের মুখে চোদ্দজন দলীয় কর্মীকে এলাকায় ফেরাতে তত্পর তৃণমূল নেতৃত্ব। সেকারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে বীরভূম জেলাশাসকের কাছে মামলা তুলে নেওয়ার চিঠি পাঠানো হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হলে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন নিহত অশোক ঘোষের ছেলে। বিশ্বজিত্‍ ঘোষের আইনজীবী সোমনাথ মুখার্জি মঙ্গলবার জানিয়েছেন এই ধরনের নির্দেশ এসে পৌঁছেছে । চূড়ান্ত সিদ্ধান্ত যে কোনওদিন হতে পারে।

First Published: Tuesday, April 8, 2014, 19:37


comments powered by Disqus