অমানবিক পিতৃত্ব

অমানবিক পিতৃত্ব

অমানবিক পিতৃত্ব অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হয়ে গেলেন বাবা। ঘটনাটি ঘটেছে হুগলীর আরামবাগ মহকুমা হাসপাতালে।

শুক্রবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে নিজের পাঁচ মাসের শিশুকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন বাঁকুড়ার রঘুনাথপুরের বাসিন্দা লক্ষণ সোরেন। অভিযোগ, শিশুটিকে ভর্তির পর থেকেই আর কোনও খোঁজ নেই লক্ষণ সোরেন এবং তাঁর স্ত্রী সোনালী সোরেনের। এরপরই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আপাতত শিশুটি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে শিশুটিকে দেখতে হাসপাতালে যান এসডিও অরিন্দম রায়। তবে শিশুটির বাবা-মার কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।

First Published: Sunday, November 11, 2012, 10:20


comments powered by Disqus