মেয়েকে বাঁচাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অবিভাবক

মেয়েকে বাঁচাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অবিভাবক

মেয়েকে বাঁচাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অবিভাবকমঙ্গলবার রাতে ক্যানিংয়ের বোইকুণ্ঠপুরে মেয়ের অপহরণে বাধা দিয়ে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন বাবা-মা। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সুব্রত শিকারিকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিস।

তবে ঘটনার এই জেরে ফের একবার প্রশ্নের মুখে মহিলাদের সামাজিক নিরাপত্তা। পাশাপাশি কাঠগড়ায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও। মেয়েকে অপহরণে বাধা দেওয়ায় এবার দুষ্কৃতী হামলার শিকার হলেন অভিভাবকরা। ক্যানিংয়ের ইঁটখোলা গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বৈকন্ঠুপুর গ্রামের বাসিন্দা মাধব বিশ্বাসের বাড়িতে হানা দেয় স্থানীয় তিনজন দুষ্কৃতী। সেই সময়ে বাড়িতে ছিলেন মাধব বিশ্বাস, তাঁর স্ত্রী শিখা বিশ্বাস এবং মেয়ে বিজলী বিশ্বাস। বাড়িতে ঢুকে বছর চব্বিশের বিজলীকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় হামলা চালানো হয় বিশ্বাস দম্পতির ওপর।  

 
দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর জখম  হন মা শিখা বিশ্বাস। আহত হয়েছেন বাবা মাধব বিশ্বাসও। বুধবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় দু`জনকে। ঘটনাটি জানানো সত্ত্বেও পুলিস বিশেষ গুরুত্ব দেয়নি বলে প্রাথমিকভাবে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তবে দুপুরে ২৪ ঘণ্টার পর্দায় খবর সম্প্রচারের জেরে নড়েচড়ে বসে প্রশাসন। হাসপাতালে গিয়ে আক্রান্ত বিশ্বাস দম্পতির সঙ্গে কথা বলে ক্যানিং থানার পুলিস। পরে এলাকা থেকেই গ্রেফতার করা হয় ঘটনায় মূল অভিযুক্ত সুব্রত শিকারিকে।
   

First Published: Wednesday, August 29, 2012, 22:37


comments powered by Disqus